দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রস্তুত পাকিস্তান-আরব আমিরাত

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারকে ফোন করেন আরব আমিরাতের পররাষ্ট্র ও উপ-প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। এসময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ খবর দিয়েছে অনলাইন ডন। ফোনালাপের সময় ইসহাক দারকে রমজানের শুভেচ্ছা জানান শেখ আল নাহিয়ান। প্রত্যুত্তরে ইসহাকও তাকে রমজানের শুভেচ্ছা জানান। এদিকে ইসহাক দারের বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী মাসে তার বাংলাদেশ সফরের কথা আছে।
দারের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে ঢাকা-ইসলামাবাদ দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে ভাবছে দেশ দুটি। উল্লেখ্য, ইসহাক দারের সফরের অংশ হিসেবে এরই মধ্যে বাংলাদেশ সফর করেছেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। এ সময় ইমরান সিদ্দিকী ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি চিঠি দেন। ওই চিঠি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো.জসিম উদ্দীনের কাছে হস্তান্তর করা হয়। জসিম উদ্দীনের সঙ্গে বৈঠকের সময় দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হয়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ ২০১০ সালে সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা হয়।