তারেক রহমানের নেতৃত্বে দ্রুত নির্বাচন চাই- ধামরাইয়ে মির্জা ফখরুল

প্রথম নিউজ, সাভার: ঢাকা জেলা বিএনপির সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধামরাইয়ের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। আমরা দ্রুত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন চাই। সোমবার বিকেলে ধামরাই যাত্রাবাড়ি মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতকরণ ও নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে ঢাকা জেলা বিএনপি’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। কারণ স্থানীয় নির্বাচন আগে হলে দেশে খুনখারাপি বেড়ে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। তিনি বলেন, আমরা অনেক জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছি। অনেক মামলা হামলার শিকার হয়েছি। যারা জুলুম অত্যাচার করেছেন তারা দেশ থেকে পালিয়েছে। তবুও তারা আড়াল থেকে দেশে অশান্তির সৃষ্টি করছে। আমরা ধৈর্যের সঙ্গে তা মোকাবেলা করব। কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেব। আমাদের দলে দখল চাঁদাবাজির ঠাঁই নেই বলেও জানান তিনি।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বিএনপি’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিএনপি’র ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনুজীর আহাম্মেদ টিটু, উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরি।