ঢাকায় মাদক বিরোধী অভিযানে আটক ১৪১
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০১ টি মামলা রুজু

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের এডিসি হাফিজ আল আসাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭০৫.৬ গ্রাম ১১৬০ পুরিয়া হেরোইন, ১০৫৫৬ পিস ইয়াবা, ৩ কেজি ৫৪৫ গ্রাম ৩৬ পুরিয়া গাঁজা, ১২০ বোতল ফেন্সিডিল, ৯টি ইনজেকশন ও ৮ লিটার দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।
ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৩ নভেম্বর সকাল ছয়টা থেকে আজ ৪ নভেম্বর সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০১ টি মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: