টিসিবির পণ্য দোকানির বাড়িতে, পরিবেশকের লাখ টাকা জরিমানা
প্রায় ৩০০ কেজি টিসিবি পণ্য অবৈধভাবে মজুদ রাখার অপরাধে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এ আদেশ দেন।

প্রথম নিউজ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অবৈধভাবে টিসিবি পণ্য মজুদ রাখার দায়ে এসএম দিদার হোসেন মামুন নামে এক পরিবেশকের (ডিলার) ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রায় ৩০০ কেজি টিসিবি পণ্য অবৈধভাবে মজুদ রাখার অপরাধে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এ আদেশ দেন।
এরআগে এইদিন দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামের মুদি ব্যবসায়ী পাবেলের বাড়ি থেকে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্য অনুযায়ী ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এসময় মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ও ইউপি সদস্য মমিন উল্যা উপস্থিত ছিলেন।জরিমানাপ্রাপ্ত মামুন রায়পুর ও রামগতি উপজেলার টিসিবির পরিবেশক। তিনি মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের বাসিন্দা।
উপজেলা প্রশাসন জানায়, পশ্চিম মান্দারী গ্রামের কুরুজি বাড়িতে পরিবেশক মামুন তার আত্মীয় মুদি ব্যবসায়ী পাবেলের ঘরে অবৈধভাবে টিসিবি পণ্য রেখেছিলেন। বিষয়টি স্থানীয়রা এনএসআইকে জানায়। পরে তাদের তথ্যমতে সদরের ইউএনও ইমরান হোসেন ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ২০০ কেজি ডাল, ৪০ কেজি চিনি ও ৬২ লিটার তেল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টিসিবি পরিবেশক মামুনের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার টিসিবি পরিবেশকের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews