টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
সুপার টুয়েলভপর্বে কঠিন এক পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ

প্রথম নিউজ, ডেস্ক : সুপার টুয়েলভপর্বে কঠিন এক পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই প্রথম দুই ম্যাচ হেরে কোণঠাসা অবস্থায়। আজ (শুক্রবার) যে দল হারবে, তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
শারজায় গ্রুপ ওয়ানের এই বাঁচা-মরার লড়াইয়ে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
সুপার টুয়েলভপর্বে বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের কাছে। ওয়েস্ট ইন্ডিজেরও একই অবস্থা।
প্রথম ম্যাচে ইংল্যান্ড আর পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় শঙ্কায় বিশ্বচ্যাম্পিয়নরা।
মুখোমুখি দেখায় ক্যারিবিয়ানদের চেয়ে কিন্তু খুব পিছিয়ে নেই টাইগাররা। ১২ ম্যাচে উইন্ডিজের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় ৫টিতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: