জলবায়ু সম্মেলন ঘিরে করোনা আক্রান্ত প্রায় ৩০০
স্কটল্যান্ডের গ্লাসগোতে সম্প্রতি শেষ হলো জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ২৬

প্রথম নিউজ, ডেস্ক : স্কটল্যান্ডের গ্লাসগোতে সম্প্রতি শেষ হলো জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ২৬। তবে সম্মেলনে অংশ নিতে গিয়ে, এমনকি সম্মেলনের বাইরে আন্দোলনে অংশ নেওয়া অন্তত তিনশজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
দেশটির স্বাস্থ্যবিষয়ক প্রাথমিক জরিপ বলছে, কপ২৬ সম্মেলন ঘিরে ২৯১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
জি-২০ সম্মেলনের পর গ্লাসগোয় জলবায়ু সম্মেলনেও যোগ দেন দুইশোর বেশি দেশের প্রতিনিধি। সেই সঙ্গে উপস্থিতি ছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও বিশেষজ্ঞরা। এছাড়া সম্মেলন চলাকালীন একাধিক বিক্ষোভ হয়েছে। এতে অংশ নিয়েছেন বহু মানুষ।
স্কটল্যান্ডের স্বাস্থ্যবিষয়ক সরকারি সংস্থা (পিএইচএস) জানিয়েছে, কপ২৬-এ যোগ দেওয়া প্রতি এক হাজার জনের মধ্যে চারজনের করোনা ধরা পড়েছে। এটা শুধু সম্মেলনের চিত্র। ৯২ জনের নেগেটিভ রিপোর্ট এলেও হয়তো তারা সংক্রমিত ছিলেন। সম্মেলনের অংশগ্রহণকারীদের করোনা পরীক্ষা করা হয় ‘ল্যাটেরাল ফ্লো ডিভাইস’ বা এলএফডির সাহায্যে। বিশেষজ্ঞদের অনুমান, পিসিআর-টেস্টের চেয়ে হয়তো এটির সংক্রমণ ধরার ক্ষমতা কম। হয়তো উপসর্গহীন বা সদ্য সংক্রমিতদের শরীরে ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়নি এ পরীক্ষায়।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন জানিয়েছেন, সংক্রমণ যাতে আরও না বাড়ে, তাই কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তিনি আরও জানান, সম্মেলন শুরুর আগেও সকলের করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ দেখেই যোগদানে অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়া মাস্ক পরা বাধ্যতামূলক ছিল সম্মেলনে।
এদিকে পিএইচএস বলছে, পরিস্থিতি আরও খতিয়ে দেখা দরকার। ডিসেম্বরের শেষে তদন্ত রিপোর্ট প্রকাশ হবে বলে জানা গেছে।
ইউরোপে করোনার চতুর্থ ঢেউ দ্রুত ছড়াচ্ছে। স্কটল্যান্ডে এক হাজার জনে ১২ জন করে করোনায় আক্রান্ত হচ্ছেন ৬ নভেম্বরের পর থেকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: