জার্মানিতে ভিড়ের মাঝে ঢুকে পড়ল গাড়ি, নিহত ২

প্রথম নিউজ, অনলাইন: ইউরোপের দেশ জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে জনতার ভিড়ের মাঝে দ্রুতগতির গাড়ি ঢুকে পড়ার ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাড়ির ধাক্কায় ৮৩ বছর বয়সী নারী এবং ৫৪ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন।
বুধবার অ্যাশ ওয়েডনেস ডে। তার আগে জার্মানির বিভিন্ন শহরে একাধিক দিন ধরে উদযাপিত হচ্ছে কার্নিভাল।
মানহাইমে কার্নিভালের মূল অনুষ্ঠান রবিবার হয়ে গেলেও সোমবারও তার রেশ ছিল। শহরের প্রাণকেন্দ্রে এখন রাস্তার ধারে দাঁড় করানো নানারকম দোকান। রয়েছে ছোটদের খেলাধুলো করার সরঞ্জাম। রবিবারের মতো না হলেও সোমবারও সেখানে ভিড় হয়েছিল যথেষ্ট।
মঙ্গলবারও নানা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সোমবারের ঘটনার পর পুরো শহর স্তব্ধ হয়ে গেছে।
সোমবার দুপুরে যখন বহু মানুষ কার্নিভালের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, তখন আচমকাই সেখানে দ্রুত গতিতে ঢুকে পড়ে একটি গাড়ি। ম্যানহাইম পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ম্যানহাইমের প্ল্যাঙ্কেন শপিং স্ট্রিটে একটি কালো গাড়িটি দ্রুতগতিতে পশ্চিম দিকে ছুটে আসছে।
মানহাইম২৪ নিউজের খবর উদ্ধৃত করে ডয়চে ভেলে জানায়, একটি কালো রঙের গাড়ি (এসইউভি) উচ্চগতিতে কার্নিভাল উপলক্ষে আয়োজিত মেলার পাশের জমায়েতের ওপর উঠে যায়।
তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন, এ ছাড়া পাঁচজন সামান্য আহত হয়েছেন। কর্তৃপক্ষ এ ঘটনায় ৪০ বছর বয়সী একজন সন্দেহভাজন জার্মান ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে এর সঙ্গে সস্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক নেই, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ‘মানসিকভাবে অসুস্থ’।
পুলিশ পুরো ঘটনা খাতিয়ে দেখেছে বলে জানিয়েছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, পুলিশ একটি ছোট কালো ফোর্ড গাড়ি পরিদর্শন করছে। গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিতে আরো দেখা গেছে, গাড়িটির সামনের বাম চাকার একটি হাব ক্যাপ নেই। সিসিটিভি ফুটেজেও সামনের বাম হাব ক্যাপটিও অনুপস্থিত বলে মনে হচ্ছে।
বাডেন-ওয়ার্টেমবার্গের স্বরাষ্ট্রমন্ত্রী থমাস স্ট্রোবল বলেছেন, ‘এই ঘটনাটি সাম্প্রতিক ঘটা নানা অপরাধের মধ্যে একটি, যেখানে একটি গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।’ স্ট্রোবল আরো বলেন, ‘ঘটনাটি শহরে অনুষ্ঠিত ইস্টার কার্নিভালের সঙ্গে সম্পর্কিত বলে কোনো প্রমাণ নেই।’
বর্তমানে ঘটনাস্থল বন্ধ করে দিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। শহরে লাল সংকেতও জারি করা হয়েছিল। গত বছর মে মাসে এই মানহাইমেই এক ব্যক্তি ছুরি নিয়ে আক্রমণ চালিয়েছিল। সেই ঘটনায় এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছিল। ওই অফিসার অভিযুক্তের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। গত বছর ডিসেম্বরে মিউনিখে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা হয়েছিল। ওই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র: বিবিসি, ডয়চে ভেলে