‘জন উইক’ ফ্রাঞ্চাইজির নতুন সিনেমায় আনা ডি আরমাস
কিয়ানু রিভস অভিনীত আলোচিত ‘জন উইক’ ফ্রাঞ্চাইজির স্পিন-অফ ‘ব্যালেরিনা’

প্রথম নিউজ, ডেস্ক: কিয়ানু রিভস অভিনীত আলোচিত ‘জন উইক’ ফ্রাঞ্চাইজির স্পিন-অফ ‘ব্যালেরিনা’ বেশ কিছুদিন থেকেই আলোচনায় রয়েছে। নিজের পরিবারের হত্যার প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করছেন ‘জেমস বন্ড’ সিরিজের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘নো টাইম টু ডাই’ অভিনেত্রী আনা ডি আরমাস। হলিউড ভিত্তিক সংবাদমাধ্যম ভেরাইটি’র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী আনা ডি আরমাসের সাথে ইতিমধ্যে আলাপ করেছেন সিনেমাটির নির্মাতারা। অ্যাকশন থ্রিলার সিনেমাটি পরিচালনা করছেন ‘আন্ডারওয়ার্ল্ড’ খ্যাত পরিচালক লেন উইজম্যান। আর সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন শায় হাতেন। তিনি এর আগে ‘জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম’ সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছিলেন। এছাড়া তিনি ‘জন উইক’ ফ্রাঞ্চাইজির পরবর্তী দুটি সিনেমা ‘চ্যাপ্টার ৪’ এবং ‘চ্যাপ্টার ৫’ সিনেমা দুটির চিত্রনাট্যের সাথে যুক্ত রয়েছেন। গোল্ডেন গ্লোব মনোনীত অভিনেত্রী আনা ডি আরমাসকে সর্বশেষ দেখা গেছে জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ সিনেমায়। সেখানে তিনি সিআইএ এজেন্ট পালোমা চরিত্রে অভিনয় করেছেন।
এদিকে আনা ডি আরমাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্লন্ডে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী বছরের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি হলিউডের প্রখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরোর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে। আরমাস অভিনীত অন্যান্য আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নাইভ আউট’ এবং ‘ব্লেড রানার ২০৪৯’। ‘ব্লন্ডে’ ছাড়াও আরমাস অভিনীত ‘ডিপ ওয়াটার’ এবং ‘দ্য গ্রে ম্যান’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, কিয়ানু রিভস অভিনীত ‘জন উইকঃ চ্যাপ্টার ৪’ সিনেমাটি আগামী বছরের ২৭শে মে মুক্তি পেতে যাচ্ছে। জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজির চতুর্থ পর্বে কিয়ানু রিভস ছাড়া আরো অভিনয় করেছেন লরেন্স ফিশবার্ন, ইয়ান ম্যাকশেন, ল্যান্স রেডিক এবং রিনা সাওয়ায়ামা। মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি পরিচালনা করেছেন চাদ স্ট্যাহেলস্কি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: