চৈত্রসংক্রান্তি আজ, রাজধানীজুড়ে যত আয়োজন

চৈত্রসংক্রান্তি আজ, রাজধানীজুড়ে যত আয়োজন

প্রথম নিউজ, অনলাইন: আজ ১৪৩১ বঙ্গাব্দের শেষ দিন—চৈত্রসংক্রান্তি। চৈত্র মাসের শেষ সূর্য ডুববে আজ। আগামীকাল সূর্যোদয়ের মধ্য দিয়ে শুরু হবে নতুন বাংলা বছর ১৪৩২। চৈত্রসংক্রান্তি আর পহেলা বৈশাখ—এই দুই দিন বাঙালির জীবনে বয়ে যায় আনন্দধারা।

চৈত্রসংক্রান্তি উপলক্ষে আজ রাজধানীজুড়ে রয়েছে নানা আয়োজন। আজ দুপুর দুইটা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে ‘চৈত্রসংক্রান্তির ব্যান্ড শো’। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করছে শিল্পকলা একাডেমি।
এতে সমতল ও পাহাড়ের জনপ্রিয় ব্যান্ড দলের পরিবেশনা থাকছে। 

গত বুধবার সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টা থেকে গান গাইবে গারো সম্প্রদায়ের ব্যান্ড এফ মাইনর, মারমা সম্প্রদায়ের লা রং, ত্রিপুরা সম্প্রদায়ের ইমাং, খাসিয়া সম্প্রদায়ের ইউনিটি, চাকমা সম্প্রদায়ের ইনভোকেশন, বাঙালির মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, স্টোনফ্রি।

সংস্কৃতি উপদেষ্টা আরো জানান, একই দিনে শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ১২ জেলায় হবে সাধুমেলা। সন্ধ্যা ৬টা থেকে সেখানে সাধুসঙ্গ ও আধ্যাত্মিক গানের আসর বসবে।
একই দিন শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে বসবে চা শ্রমিকদের ফাগুয়া উৎসব। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ সন্ধ্যা ছয়টা থেকে রয়েছে ভাবগানের আসর, ধামাইল নৃত্য ও গান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় রয়েছে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান। কালের কণ্ঠকে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ জানিয়েছেন, আজ বিকেল চারটা থেকে নাচ-গানের আয়োজন শুরু হবে। চারুকলার বর্তমান ও প্রাক্তনরা রাত দশটা পর্যন্ত আয়োজন মাতিয়ে রাখবেন।
 

সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলা বছরকে বিদায়ের অনুষ্ঠান করবে সংগীতশিক্ষার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’। এবার তাদের চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের দুটি অনুষ্ঠানই হবে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। দুটো অনুষ্ঠানই আগের মতো সরাসরি সম্প্রচারের কথা রয়েছে চ্যানেল আইয়ের।

অন্যদিকে ‘ভুলে যাই দ্বন্দ্ব কেটে যাক ভ্রান্তি, শুভ-বার্তা আনুক চৈত্র সংক্রান্তি’ শ্লোগানে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ‘লোক গানের আসর’ করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সত্যেন সেন চত্বরে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। এতে বাংলার লোক সঙ্গীতের বিভিন্ন ধারার পরিচায়ক পরিবেশনা নিয়ে মঞ্চে থাকবেন উদীচী কেন্দ্রীয়, ঢাকা মহানগর এবং বিভিন্ন শাখা সংসদের শিল্পীরা। থাকবে গান, আবৃত্তি, নৃত্যসহ নানা ধরনের পরিবেশনা।

গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কেও রয়েছে চৈত্রসংক্রান্তির আয়োজন। আজ বিকেল ৪টায় রয়েছে চারু-কারু প্রদর্শনী, রাত ৮টায় রয়েছে ইসলাম উদ্দিন পালাকারের পালাগান, রাত ৯টায় আছে আলপনা আলাপ। রাত ১০টায় পার্কের সামনে থেকে গুলশান-২ মোড় পর্যন্ত রাস্তাজুড়ে আলপনা অঙ্কন করা হবে। গুলশান সোসাইটির উদ্যোগে ‘অলিগলি বর্ষবরণ বন্ধুগণ’-এ আয়োজন করছে।