খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
নগরীর রায়েরমহল হামিদনগর স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রথম নিউজ, খুলনা: খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে রাজু শেখ রাজা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (০৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর রায়েরমহল হামিদনগর স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে। রাজু শেখ ওই এলাকার তোরাপ শেখের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা রাজু হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজু খুলনার সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হত্যা মামলার অন্যতম আসামি। তিনি কিছু দিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি নগরীর খালিশপুর এলাকায় অবস্থান করতেন। সম্প্রতি তিনি বাড়িতে এসে বসবাস করতে শুরু করেন।
সোমবার সন্ধ্যায় হামিদ নগর সেভ ড্রিংকিং ওয়াটারের কয়েকজনের সঙ্গে আড্ডা দেওয়ার সময় মোটরসাইকেলযোগে দুইজন এসে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews