কালিহাতীতে টিভি দেখা নিয়ে সংঘর্ষে যুবক নিহত
আজ শুক্রবার দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। জহিরুল ইসলাম ওই ইউনিয়নের সিহরাইল উত্তরপাড়া গ্রামের ছাইদুল মিয়ার ছেলে।

প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে টিভি দেখাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জহিরুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। জহিরুল ইসলাম ওই ইউনিয়নের সিহরাইল উত্তরপাড়া গ্রামের ছাইদুল মিয়ার ছেলে।
পাইকড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালপুরের বারেকের চা দোকানে টিভি দেখাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ লেগে যায়। এসময় তারা আজিজুল নামের একজনকে মারধর করে। এর জেরে শুক্রবার দুপুরে সিহরাইল গ্রামের লোকজন পাশের গোপালপুর গ্রামের হামলা চালায়। এসময় উভয় পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম নিহত হন।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews