কুলির পোশাকে রাহুল গান্ধী, মাথায় নিলেন ট্রলি ব্যাগ
স্টেশনে তখন স্লোগান উঠেছে- রাহুল গান্ধী জিন্দাবাদ! বিজেপি বলছে- অতি নাটকীয়তা। ভোট আসছে তাই জনদরদী হওয়ার চেষ্টা।

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: জনাকীর্ণ রাজধানী দিল্লির আনন্দ বিহার রেলস্টেশন। এখানেই কুলি নম্বর ওয়ানকে দেখে চমকে গেল জনতা। রাহুল গান্ধী, কংগ্রেস নেতার পরনে কুলিদের লাল শার্ট। মাথায় তুলে নিলেন একটি ট্রলি ব্যাগ। স্টেশনে তখন স্লোগান উঠেছে- রাহুল গান্ধী জিন্দাবাদ! বিজেপি বলছে- অতি নাটকীয়তা। ভোট আসছে তাই জনদরদী হওয়ার চেষ্টা।
বাস্তব হলো, আনন্দ বিহার রেলস্টেশনের কুলিরা দীর্ঘদিন ধরে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চাইছিলেন। পারছিলেন না কিছুতেই। পর্বত এবং মোহাম্মদের থিওরি মেনে রাহুল নিজেই চলে আসেন আনন্দ বিহারে কুলির পোশাক পরে। ব্যাগ টেনে নেন মাথায়। যুব কংগ্রেসের সভাপতি শ্রী নিবাস বি ভি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে পোস্ট করেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় এটি।
উল্লেখযোগ্য, রাহুল গান্ধী এইভাবে বহুবার আম-জনতার সঙ্গে একিভূত হয়েছেন। বেঙ্গালুরুতে তিনি ফুড ডেলিভারি বয়-এর বাইকে সওয়ার হয়েছেন। চাঁদনি চক-এ জনঅরণ্যে মিশে কাবাব খেয়েছেন। আজাদনগর বস্তিতে ভেন্ডর ও শ্রমিকদের সঙ্গে মিশে গিয়ে তাদের কথা শুনেছেন।