করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ১৩ শতাংশ
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রথম নিউজ, ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪ জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৩৫০ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৬২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৫১ জন, শনাক্ত ২০ লাখ ২১ হাজার ১১৮ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬২ হাজার ৫১৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৬৬৮টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৬৮টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হারি ১৩ দশমিক ১২ শতাংশ , এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের ৩ জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজন ঢাকায়, একজন রাজশাহীতে ও ২ জন সিলেটে মারা গেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews