করণ জোহর ব্যঙ্গ করলেন জাহ্নবীকে

করণ জোহর ব্যঙ্গ করলেন জাহ্নবীকে

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: করণ জোহরের হাত ধরেই শ্রীদেবীকন্যা জাহ্নবীর ফিল্ম ক্যারিয়ার শুরু। বলিপাড়ার স্টারকিডদের কাছে তিনি ‘গড ফাদার’ হিসেবে পরিচিত। সেই করণই প্রকাশ্যে এবার ব্যঙ্গ করলেন জাহ্নবীকে। বছরের শুরুতে ‘কফি উইথ করণ’-এর নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল এবার করণের সেই অনুষ্ঠানে বোন খুশি কাপুরকে নিয়ে হাজির জাহ্নবী। সঞ্চালকের কথার জালে জড়িয়ে প্রেমিক শিখর পাহাড়ির কথাও বলে ফেলেন তিনি। শুধু তাই নয়, ভালোবেসে কী বলে ডাকেন বয়ফ্রেন্ডকে সেটাও ফাঁস করে দিয়েছেন। আড্ডার মাঝে জাহ্নবীকে নিয়ে করণ জোহর এবং খুশি কাপুর ঠাট্টা-তামাশা শুরু করেন। যা দেখে-শুনে বেজায় চটলেন অভিনেত্রী। করণ খুশিকে জিজ্ঞেস করেন, তোমাদের পরিবার নিয়ে যদি কোনো রিয়েলিটি শো হয়, সেটার নাম কী দেবে।