ওমিক্রন সংশ্লিষ্টতার কারণে ৪০০০ ফ্লাইট বাতিল
ওমিক্রন সংশ্লিষ্ট কারণে বছরের শুরুতেই কমপক্ষে ৪০০০ ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইটঅ্যাওয়ার ডট কমের তথ্যমতে, রোববার গ্রিনিচ মান সময় রাত ৮টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়েছে

প্রথম নিউজ, ডেস্ক: ওমিক্রন সংশ্লিষ্ট কারণে বছরের শুরুতেই কমপক্ষে ৪০০০ ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইটঅ্যাওয়ার ডট কমের তথ্যমতে, রোববার গ্রিনিচ মান সময় রাত ৮টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রগামী ২৪০০ ফ্লাইট ছিল। বলা হয়েছে, এদিন বিশ্বে কমপক্ষে ১১ হাজার ২০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে। সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে স্কাইওয়েস্টের। তাদের বাতিল করা ফ্লাইটের সংখ্যা ৫১০। এরপরেই রয়েছে সাউথওয়েস্ট। তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে ৪১৯টি। যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পেয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর ফলে আজ সোমবার থেকেই বিপুল পরিমাণ কোম্পানি তাদের কর্মীদের অফিসে যাওয়া অনুৎসাহিত করেছে। তাদেরকে বাসায় বসে কাজ করতে বলেছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে যুক্তরাষ্ট্রে শনিবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে তিন লাখ ৪৬ হাজার ৮৬৯ জন। এদিন মারা গেছেন ২৭৭ জন। সব মিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২৮ হাজার ৫৬২। এ অবস্থায় ভাল আর্থিক প্রণোদনা প্রস্তাব করা হলেও ছুটির সময়টাতে ওভারটাইম কাজ করতে অস্বীকৃতি জানায় এয়ারলাইনগুলোর কেবিন ক্রু, পাইলট ও সাপোর্টিং স্টাফরা। অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় আছেন। তারা বেপরোয়া অনেক যাত্রী আছেন, তাদেরকে সামাল দিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: