ইরান-রাশিয়া থেকে তেল আমদানি বৃদ্ধি করছে চীন

প্রথম নিউজ, অনলাইন: ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বৃদ্ধি করছে চীন। নতুন টার্মিনাল ও জাহাজ চালু হওয়ায় চলতি মার্চ থেকে চীন তেল আমদানি বৃদ্ধি করবে বলে জানা গেছে। খবর রয়টার্সের।
ওয়েল প্রাইস নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সত্ত্বেও ইরান ও রাশিয়া থেকে চীনের তেল আমদানি বৃদ্ধি পাচ্ছে।
কয়েকজন বিশ্লেষক জানিয়েছেন, চীন তেল ট্যাংকারগুলোতে পরিবর্তন এনেছে যেন সেগুলো আর নিষেধাজ্ঞার আওতায় না থাকে। ফলে রাশিয়া এবং ইরানের সঙ্গে তেল বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে বেইজিং। ২০২৫ সালের মার্চ মাসে এই দুই দেশ থেকে চীন অপরিশোধিত তেল আমদানি করতে পারবে। নিষেধাজ্ঞার বাইরে থাকা চীনা তেল ট্যাংকারগুলো এরই মধ্যে তৎপরতা শুরু করেছে।
দীর্ঘদিন ধরেই ইরান ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এর আগে ইরান থেকে ২০২১ সালে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে চীন। ২০১৮ সালের পর যা চীনের সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানির রেকর্ড। ২০২১ সালে ইরান ও ভেনিজুয়েলা থেকে চীন ৩২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল কিনেছে।
২০১৮ সালে এই পরিমাণ ছিল ৩৫ কোটি ২০ লাখ ব্যারেল।