আ’লীগ এদেশে আবার রাজনীতি করুক মানুষ তা দেখতে চায় না—সুলতান সালাউদ্দিন টুকু

প্রথম নিউজ, টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আওয়ামী লীগ এদেশে আবার রাজনীতি করুক মানুষ তা দেখতে চায় না। তিনি বলেন, ছাত্র—জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভোট নিয়ে টালবাহানা করছে। তিনি সরকারকে ভোট নিয়ে টালবাহানা না করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানান। সুলতান সালাউদ্দিন টুকু গতকাল রবিবার বিকেলে টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক ভিপি মুনির, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ।
সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। ভোট মানুষের নাগরিক অধিকার। তিনি বলেন, এদেশের মালিক জনগণ, কিন্তু শেখ হাসিনা নিজেকে এদেশের মালিক মনে করতো। যা ইচ্ছা তাই করতো। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বাংলাদেশ।
এর আগে সুলতান সালাউদ্দিন টুকু সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল আযোজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও সুলতান সালাউদ্দিন টুকু শনিবার পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, হাসিনামুক্ত, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে মানুষ আজ ইফতার করছে যা বিগত দিনে করা যায়নি। আ’লীগের সন্ত্রাসীরা ও পুলিশ ইফতার মাহফিলে হামলা করেছে। ইফতার নিয়ে গিয়েছে। পানিও খেতে দেয়নি। তারা সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রতিবাদ করলেই নির্যাতন, গুম, খুন করা হতো। আমাদের নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে। আলেমদের—ছাত্রদের— নেতাকর্মীদের গুম করেছে, খুন করেছে। যারা গুম করেছে, খুন করেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেই ফ্যাসিস্টের এ দেশে আর ঠাঁই হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।