আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৪ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৪ প্রসিকিউটর

প্রথম নিউজ, অনলাইন: মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) হিসেবে নিয়োগ দিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তারা হলেন- আফরোজ পারভীন সিলভিয়া, মো. মামুনুর রশীদ, আবদুস সাত্তার ও এস এম তাসমিরুল ইসলাম। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি- পিপি শাখা) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এতে চারজন আইনজীবীর নামের বিপরীতে পদবি (প্রসিকিউটর) ও পদমর্যাদা (সহকারী অ্যাটর্নি জেনারেল) উল্লেখ করে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩ এর ৭ (১) ধারা অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য চারজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হলো।

এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য মোট ১৮ জনকে নিয়োগ দিল সরকার।