যাত্রাবাড়ী ওয়াসার খালে যুবকের লাশ

যাত্রাবাড়ী-ডেমরা সড়কের পাশে মাহমুদা ট্রেডিং করপোরেশনের সামনে ওয়াসার খালে এলাকার লোকজন ওই যুবকের লাশ ভাসমান দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়।

যাত্রাবাড়ী ওয়াসার খালে যুবকের লাশ
যাত্রাবাড়ী ওয়াসার খালে যুবকের লাশ, প্রতিকী ছবি

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ওয়াসার খাল থেকে আবুল কালাম (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার ঝালকাঠি রাজাপুর হাটিপুটিয়া খালী। নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রুপসী বরপা এলাকায় বাবা মো. আব্দুর রশিদ ও মা জহেরা বেগমসহ পরিবারকে নিয়ে থাকতেন আবুল কালাম।  যাত্রাবাড়ী থানার এসআই কামরুজ্জামান বলেন, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের পাশে মাহমুদা ট্রেডিং করপোরেশনের সামনে ওয়াসার খালে এলাকার লোকজন ওই যুবকের লাশ ভাসমান দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। পরে যাত্রাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। 

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, প্রথমে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরে ‘সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নাম-ঠিকানা জানতে পেরেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি কীভাবে মারা গেছেন, ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom