মৌলভীবাজারে ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
নিহত কিশোরের নাম সাব্বির আলী (১৬)

প্রথম নিউজ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ক্যারাম খেলা নিয়ে ঝগড়ার পর সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সাব্বির আলী (১৬)। সে ওই গ্রামের রশীদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের উত্তর পাবই গ্রামে ক্যারাম খেলা নিয়ে মঙ্গলবার রাতে রশিদ আলীর ছেলে সাব্বিরের সাথে একই গ্রামের দুলাল মিয়ার ছেলে তায়জুলের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধলে সাব্বির গুরুতর আহত হয়।
পরবর্তীতে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মৃত্যু হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনা তদন্তে দুই নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটকসহ জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: