ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষর করে এ কমিটি অনুমোদন করেছেন। এ কমিটিতে সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন ও তানিম শাহেদ রিপন। 

এছাড়া আলহাজ অ্যাডভাকেট হারুন আল রশিদকে এ কমিটির প্রধান উপদেষ্টা করে ৩২ সদস্য বিশিষ্ট্য উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে ১৮ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৪ জন সাংগঠনিক সম্পাদক ও ৩৬ জনকে সদস্য রাখা হয়েছে। 

১৮ জন সহ-সভাপতির মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনকে সিনিয়র সহ-সভাপতি এবং ৮ জন যুগ্ম-সাধারণ সম্পাদকের মধ্যে আলী আজমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৪ জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে আসাদুজ্জামান শাহীনকে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

এছাড়া  কমিটিতে ৩২ জনকে উপদেষ্টা করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি দুইবার জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও দলীয় গ্রুপিংয়ে একটি পক্ষের আপত্তির কারণে তা স্থগিত করা হয়। ওই দুইবার সম্মেলনের তারিখ ঘোষণার পর জেলা বিএনপির বড় একটি অংশ সম্মেলনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় এবং সম্মেলন প্রতিহতের ঘোষণা দেয়। এ অবস্থায় ১ ফেব্রুয়ারি সম্মেলনে কাউন্সিল ছাড়া শুধু সমাবেশ অর্থাৎ প্রথম অধিবেশন হয়। সেটিও জেলা সদরে ঘোষিত স্থান পরিবর্তন করে জেলার আশুগঞ্জ উপজেলা সদরে করা হয়। সেখানে কমিটি গঠনের দায়িত্ব নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।