‘অপারেশন সিঁদুর’ এর জবাবে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, এর অর্থ কী?

‘অপারেশন সিঁদুর’ এর জবাবে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, এর অর্থ কী?

প্রথম নিউজ, অনলাইন:  ভারতের ক্ষেপণাস্ত্র হামলা জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ এই অপারেশনের নাম দিয়েছে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’। ‘বুনিয়ান-উন-মারসুস’ এর অর্থ দাঁড়ায় কংক্রিট কাঠামো বা দৃঢ় ভিত্তি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অবশ্য একে, ‘সীসা ধাতু দিয়ে সুরক্ষিত প্রাচীর’ বলে উল্লেখ করেছেন।

এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার এর জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। এছাড়া ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটের দুইটি বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রাথমিক হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ছিল পাকিস্তানের মাতৃভূমি, জনগণ এবং সার্বভৌমত্বের উপর হামলা।