৫ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগের ফলাফল প্রকাশ করতে রুল জারি করেছেন হাইকোর্ট

রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ৫ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ৮ জনকে বিবাদী করা হয়

৫ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগের ফলাফল প্রকাশ করতে রুল জারি করেছেন হাইকোর্ট
৫ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগের ফলাফল প্রকাশ করতে রুল জারি করেছেন হাইকোর্ট

প্রথম নিউজ, ঢাকা: পাঁচটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদে নিয়োগের ফলাফল প্রকাশ করতে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হক এর সমন্বয়ে দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।  আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট জামিউল হক ফয়সাল। তিনি বলেন, পাঁচটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদে নিয়োগের ফলাফল প্রকাশ  করতে রুল জারি করেছেন হাইকোর্ট। এগুলো হলো সোনালী ব্যাংক, বিডিবিএল ব্যাংক, কৃষি ব্যাংক, রাজশাহী  কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন। 

এর আগে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬৫ জন এই রিটটি দায়ের করেন । রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ৫ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ৮ জনকে বিবাদী করা হয়।  এডভোকেট জামিউল হক ফয়সাল জানান, সমন্বিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ কর্মকর্তার ২৫৭৪টি পদের বিপরীতে তিন দফায় (মেধা তালিকা ও দুটি প্যানেল) চূড়ান্ত ফলাফলে মেধাতালিকা ও দুটি প্যানেল দেয়ার পরও ৩৫০টির বেশি পদ শূন্য রয়েছে। সেসব পদ পূরণের লক্ষ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ে চাহিদাপত্র পাঠায় পাঁচ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom