সরকারের পতন নিশ্চিত না করে বিএনপির লোকজন ঘরে ফিরবে না: দুলু
আজ বুধবার সকাল ১১টায় দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্যের ভেতর দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

প্রথম নিউজ, রাজশাহী: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে রাজশাহীর ভুবন মোহন পার্কে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্যের ভেতর দিয়ে এই কর্মসূচি শুরু হয়। দলের এই কেন্দ্রীয় নেতা বলেন, 'বর্তমান সরকারের পতন নিশ্চিত না করে বিএনপির লোকজন ঘরে ফিরবে না।' এর আগে গণ-অবস্থান কর্মসূচিতে যোগ দিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর শত শত নেতাকর্মী মিছিল নিয়ে ভুবন মোহন পার্ক এলাকায় আসতে থাকেন।
রাজশাহীতে বিএনপির এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ তৃণমূলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: