সারা দিন রোজা রেখে মুখে দুর্গন্ধ হচ্ছে? এর থেকে মুক্তির উপায়?
অনেক ক্ষণ খাওয়াদাওয়া না হলে এমনিতেই মুখে কেমন যেন দুর্গন্ধ হয়। চিকিৎসা পরিভাষায় যাকে ‘হ্যালিটোসিস’ বলা হয়। রোজার সময়ে প্রায় ১২ ঘণ্টা উপোস করে এই সমস্যার সম্মুখীন হন অনেকেই।

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: টানা এক মাস ধরে চলছে রমজান। ভোর বেলা সেহরি সেরে রোজা শুরু হয়। চলে টানা সন্ধ্যা পর্যন্ত। অনেক ক্ষণ খাওয়াদাওয়া না হলে এমনিতেই মুখে কেমন যেন দুর্গন্ধ হয়। চিকিৎসা পরিভাষায় যাকে ‘হ্যালিটোসিস’ বলা হয়। রোজার সময়ে প্রায় ১৪ ঘণ্টা উপোস করে অনেকেই এই হ্যালিটোসিসের সম্মুখীন হন। ইফতারের সময় না এলে তো খাওয়া যাবে না, তা হলে কি সারা দিন মুখে দুর্গন্ধ নিয়েই ইদের কেনাকাটা করতে হবে? দাঁতের চিকিৎসকেরা বলছেন, মুখের ভিতর দুর্গন্ধ হওয়ার হাজারটা কারণ থাকতে পারে। তা বড় কোনও রোগের উপসর্গও হতে পারে। তবে, সাধারণ কিছু বিষয় মাথায় রাখলেই এই সমস্যা এড়িয়ে চলা যায়।
মুখের দুর্গন্ধ নির্মূলে কী কী করবেন?
১) রমজানের রোজা রাখার সময়ে দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয়। চিকিৎসকেরা বলছেন, দীর্ঘ ক্ষণ পানি না খেলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়লেও মুখে দুর্গন্ধ হতে পারে। তাই ইফতার করা মাত্রই শরীরকে পর্যাপ্ত পানি দিতে হবে।
২) মুখের দুর্গন্ধ দূর করার সবচেয়ে সহজ পদ্ধতি দাঁতের আনাচ-কানাচে খাবার জমতে না দেওয়া। এই সমস্যা সমাধানে সেহেরী সেরে ব্রাশের সাহায্যে ভালোভাবে দাঁত পরিষ্কার করতে হবে। যত ক্ষণ বাড়িতে আছেন, প্রতি বার খাওয়ার পর দাঁত মেজে নিতে পারলে ভাল হয়।
৩) দীর্ঘ ক্ষণ উপোস করার পর, মিষ্টিজাতীয় খাবার না খাওয়াই ভাল। কারণ, অতিরিক্ত চিনি কিন্তু মুখে ব্যাক্টেরিয়ার বাড়বাড়ন্ত ঘটায়। দাঁতের উপর যে এনামেলের পরত থাকে, তা উঠে যায়।
৪) দাঁত, মাড়ির সমস্যা থাকলেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। তাই আগে সেই সমস্যার সমাধান করুন। দাঁতের তেমন কোনও সমস্যা চোখে না পড়লেও নির্দিষ্ট সময় অন্তর দন্তপরীক্ষা করানো জরুরি।