স্বেচ্ছাসেবক দল নেতা তানুকে আ.লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে
শুক্রবার রাত নয়টার দিকে বাগেরহাট শহরের তাকে হত্যা করা হয়।

প্রথম নিউজ, বাগেরহাট: বাগেরহাটে প্রতিপক্ষের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়া (৩৭) নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরে আলম তানু ভূঁইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আবদুর রউফ ভূঁইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। একই এলাকার টুটুল শেখের ছেলে ফরিদের গুলিতে তানু নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তানুর বড় ভাই আবুল কাশেম সেলিম ভুইয়া বলেন, আমার ভাইকে ওরা গুলি করে মেরে ফেলেছে। নিহত নুরে আলম তানু ভুইয়ার বোন লোপা বলেন, রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে বগা ক্লিনিকের দিকে যায় আমার ভাই তানু। কিছুক্ষণ পরেই পরপর চারটা গুলির শব্দ পাই। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, তানু ভূঁইয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সাবেক সহ সাংগঠনিক গালিব ইমতেয়াজ নাহিদ বলেন, তানু ভূঁইয়া গতকাল ঢাকাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি আপাদমস্তক সাহসী যোদ্ধা ছিলেন। বাগেরহাট জেলা জাতীয়তাবাদের বিস্তারে তার ব্যাপক ভূমিকা ছিলো। তার মৃত্যুতে অপূরনীয় ক্ষতিগ্রস্থ হবে জাতীয়তাবাদী পরিবার। তার এ হত্যার পেছনে সরকারদলের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ আছে। বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, তানু ভূঁইয়া নামের এক ব্যক্তি ফরিদ নামের এক ব্যক্তির গুলিতে নিহত হয়েছেন। তানু ভূঁইয়া বিএনপি নেতা। তার নামে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মোট ৮টি মামলা রয়েছে। বন্দুকধারী ফরিদকে আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। ফরিদের নামে হত্যাসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews