সাবেক মন্ত্রীর এপিএস এ এইচ এম ফুয়াদ গ্রেপ্তার
অর্থ পাচার মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফুয়াদকে

প্রথম নিউজ, ডেস্ক: অর্থ পাচার মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফুয়াদকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা পুলিশ। গত রাতে তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুরের পুলিশ সুপার মো.আলিমুজ্জামান এ তথ্য জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের দুই ভাই রুবেল ও বরকতের দুই হাজার কোটি টাকা পাচার মামলায় ফুয়াদের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। ফুয়াদের বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ১৩টির মতো মামলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত মামলা দুই হাজার কোটি টাকা পাচার ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে ভাঙচুরের ঘটনার মামলা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews