সুনামগঞ্জে ছাত্র হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
সুনামগঞ্জের ছাতক উপজেলার কলেজছাত্র আল আমীন হত্যা মামলার রায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে

প্রথম নিউজ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার কলেজছাত্র আল আমীন হত্যা মামলার রায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সুনামগঞ্জের দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় ঘোষণা করেছেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ছনুয়া গ্রামের আক্কাস মিয়া, মৌজরাই গ্রামের আজিজুল ইসলাম ও লক্ষণসোম গ্রামের সাইদুল হক। তারা আল আমীনের সহপাঠী ছিলেন।
জানা গেছে, ঘটনার সময় আল আমীন জাউয়াবাজার ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দেবেরগাঁও গ্রামের সফিক উদ্দিনের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করতেন তিনি। ২০১৬ সালের ১০ অক্টোবর দুপুরে কলেজে প্রাঙ্গণে আল আমীনের সঙ্গে তার সহপাঠী আক্কাস মিয়া, আজিজুল ইসলাম ও সাইদুল হকের ঝগড়া হয়।
এরপর আল আমীন বাড়িতে যাওয়ার সময় সুনামগঞ্জ-সিলেট সড়কের বড়কাপন এলাকায় আক্কাস মিয়া ও অন্যরা তার ওপর হামলা চালায়। এ সময় অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। পরে আহত অবস্থায় কৈতক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরে আল আমীনের বাবা আনফর আলী ওরফে কাছা মিয়া বাদী হয়ে আক্কাস মিয়াসহ তিনজনকে আসামি করে ছাতক থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালে ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। সোমবার এই মামলায় রায় দেন আদালত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: