সেনাদের হাতে সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দি
সুদানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়িতে ঢুকে তাকেও আটক করেছে

প্রথম নিউজ ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ সুদানের সামরিক বাহিনীর একটি দল প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুকের বাসভবন দখল করে তাকে গৃহবন্দি করেছে বলে জানিয়েছে সে দেশের আল হাদাথ টিভি।
বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এ খবর জানিয়েছে। তবে, আল হাদাথ টিভি’র তথ্য তাৎক্ষণিক স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। সামরিক বাহিনীর একটি দল আজ সোমবার সুদানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়িতে ঢুকে তাকেও আটক করেছে বলে পরিবারিক সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।
এ ছাড়া আল হাদাথ টিভি নাম প্রকাশ না করা সূত্রের বরাতে জানিয়েছে, সুদানি সশস্ত্র বাহিনীর হাতে আটক হয়েছেন দেশটির চার জন মন্ত্রীসহ ক্ষমতাসীন কাউন্সিলের একজন বেসামরিক সদস্য। দেশটির সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর গত মাসে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয়।
২০১৯ সালে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক রূপান্তরের অংশ হিসেবে দেশটিতে ২০২৩ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিতের কথা রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: