সু চির আপিল খারিজ

প্রথম নিউজ, ডেস্ক : দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির করা আপিল খারিজ করেছেন জান্তা আদালত।
গত সপ্তাহে করা এই আপিল বুধবার নাকচ করা হয়েছে। এ খবর এএফপিকে জানিয়েছেন জান্তার মুখপাত্র জাও মিন তুন। তিনি বলেন, ইউনিয়ন সুপ্রিমকোর্ট তার দণ্ডের আপিল প্রত্যাখ্যান করেছে।
সু চি এ রায়ের বিষয়ে উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করবেন বলেও একটি সূত্র এএফপিকে জানিয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে করা অভ্যুত্থানে সু চি সরকারকে উৎখাত করার পর থেকেই তিনি সামরিক হেফাজতে রয়েছেন। আর তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে এগুলোর জন্য তার ১৫০ বছরেরও বেশি সময়ের জেল হতে পারে বলে জানায় সূত্রটি।
গত সপ্তাহে ক্ষমতাচ্যুত নেত্রীর বিরুদ্ধে ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার ও সোনার বার ঘুস নেওয়ার অভিযোগে সু চিকে এ দণ্ড দেওয়া হয়। দেশটির রাজধানী নেপিদোর সেনা সরকারের একটি বিশেষ আদালত এ রায় দেন।
সুপ্রিমকোর্টে সু চির করা আপিল সম্পর্কে একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানায়, আপিলটি করার সঙ্গে সঙ্গেই সেটি খারিজ করে দেন আদালত। সেখানে দুপক্ষের যুক্তি শুনানি ছাড়াই আপিলটি খারিজ করা হয়।
নতুন আপিলের জন্য কোনো তারিখ দেওয়া হয়নি, যেটি কেন্দ্রীয় সুপ্রিমকোর্টে দুই বিচারপতির সামনে শুনানি হবে।
তার দুর্নীতির দোষী সাব্যস্ত হওয়ার আগে, ৭৬ বছর বয়সি সু চিকে ইতোমধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি, করোনার নিয়ম লঙ্ঘন এবং টেলিযোগাযোগ আইন ভঙ্গ করার জন্য ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এ ছাড়া সু চির অন্যান্য অভিযোগের বিরুদ্ধে লড়াই করার সময় তাকে নেপিদোতে একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দি করা হবে। ইতোমধ্যে তিনি সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন, দুর্নীতি এবং নির্বাচনি জালিয়াতির অভিযোগসহ অন্যান্য বিচারের মুখোমুখি হয়েছেন।
তার অন্যান্য রায়ে আদালতের শুনানিতে সাংবাদিকদের উপস্থিত হতে নিষেধ করা হয়েছে। আর সু চির আইনজীবীদেরও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews