শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে বিএনপির শ্রদ্ধা নিবেদন
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে তারা এ শ্রদ্ধা জানান।

প্রথম নিউজ, ঢাকা: ৬৯ এর গণআন্দোলনের মহান শহীদ আসাদুজ্জামানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি এবং ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে তারা এ শ্রদ্ধা জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে আমান উল্লাহ আমান বলেন, ৬৯ এর গণআন্দোলনের মহান শহীদ আসাদুজ্জামান আমাদের স্বাধীকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর শোণিতের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিলো, অর্জিত হয়েছিলো এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। শহীদ আসাদুজ্জামানের অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: