লোকালয়ে ধরা পড়লো ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর
ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি।

প্রথম নিউজ, রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাইয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। যার ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি।
আজ বুধবার সকাল ৮টায় কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম গবেষণা কেন্দ্র এলাকায় স্থানীয় তরনমনি তনচংগ্যা অজগর সাপটি দেখতে পেয়ে বস্তাবন্দি করেন। পরে কাপ্তাই রেশম বাগান পুলিশ ফাঁড়ির সদস্যদের মাধ্যমে বন বিভাগকে খবর দেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান এসে সাপটিকে নিয়ে বন বিভাগের রাম পাহাড় বিটের কাপ্তাই ন্যাশনাল পার্কে নিয়ে যান। সেখানেই কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) গঙ্গা প্রসাদ চাকমার উপস্থিতিতে ধৃত অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এসময় রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) গঙ্গা প্রসাদ চাকমা বলেন, প্রায় ২২ কেজি ওজনের অজগরটি ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: