রিশাদকে ছাড়াই রিজওয়ানদের বিপক্ষে জিতলো লাহোর

 রিশাদকে ছাড়াই রিজওয়ানদের বিপক্ষে জিতলো লাহোর

প্রথম নিউজ, অনলাইন: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুরুর তিন ম্যাচ বল হাতে ভালোই করেছিলেন রিশাদ হোসেন। তবে চতুর্থ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ২ ওভার বল করে ১৮ রান খরচা করলেও কোনো উইকেট পাননি এই লেগস্পিনার। ব্যাট হাতেও ছিলেন না উজ্জ্বল। যে কারণে গতকাল শনিবার মুলতান সুলতানসের বিপক্ষে আর দলে জায়গা ধরে রাখতে পারেননি রিশাদ।

রিশাদকে ছাড়া জয় পেতে অবশ্য বেগ পেতে হয়নি লাহোরকে। চলতি মৌসুমে মুলতানের সঙ্গে দ্বিতীয়বারের দেখায় ৫ উইকেটে জিতেছে শাহিন শাহ আফ্রিদির দল লাহোর। আর প্রথম দেখায় মুলতান জিতেছিল ৩৩ রানে।

লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার আগে ব্যাট করে ৩ উইকেটে ১৮৫ রান করে করে মুলতান। জবাবে ৬ বল আর ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লাহোর। দুর্দান্ত জয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠেছে রিশাদদের দল।

মুলতানের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। কামরান গুলাম অপরাজিত ৩১ বলে ৫০, ইয়াসির খান ১৮ বলে ২৮ ও উসমান খান ১৪ বলে ১৮ রান করেন।

১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৫ রানে ৪ উইকেটে হারানো লাহোর জেতে শেষ দিকে ড্যারিম মিচেল ও সিকান্দার রাজার ঝড়ে। পঞ্চম উইকেটে ৪১ বলে ৮৯ রানের জুটি করে লাহোরকে প্রায় জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তারা। যদিও জয়ের জন্য মাত্র ২ রান দূরে থাকতে আউট হয়ে যায় মিচেল। ৩৮ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলেন নিউজিল্যান্ডের ডানহাতি অভিজ্ঞ ব্যাটার।

লাহোরকে জিতিয়ে মাঠ ছাড়েন সিকান্দার রাজা ও আসিফ আলি। ২১ বলে ৪০ রানে অপরাজিত থাকেন রাজা। আসিফ আলি করেন ১ বলে ১ রান। এর আগে ইনিংসের শুরুর দিকে লাহোরের হয়ে আব্দুল্লাহ শফিক ২৫ বলে ৩৪ ও ফখর জামান ২২ বলে ২৮ রান করেন।