রেললাইনে আটকে গেল বাস, অল্পের জন্য বেঁচে গেলেন যাত্রীরা

রেললাইনে আটকে গেল বাস, অল্পের জন্য বেঁচে গেলেন যাত্রীরা

প্রথম নিউজ, অনলাইন:  রাজধানীর মগবাজার রেললাইনে যাত্রীবাহী একটি বাস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে যাত্রীরা বাসটির জানালা দিয়ে নেমে প্রাণে বাঁচলেন। এর কয়েক সেকেন্ড পর ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও তৌকির আহমেদ নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার রাতে ফেসবুকে শেয়ার করেছেন।
 

ওই ভিডিওতে দেখা গেছে, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমেরী গ্লোরী পরিবহনের বাসটি। বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়। চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনে নিতে পারেননি। এ সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন আসতে থাকে।
কিন্তু বাসটি আটকে যাওয়ায় বেরিয়ার ফেলতে পারছিলেন না রেললাইনের গেটকিপার।

এ সময় বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সর্তক করার চেষ্টা করছিলেন গেটকিপার। যাত্রীরা এ সময় প্রাণভয়ে বাসের জানালা দিয়ে নামতে শুরু করেন। বেশ কয়েকজন নেমেও যান।
এরপর বাসচালক কোনোরকমে বাসটি কিছুটা পেছনে নিতে সক্ষম হন। এতে বেঁচে যান বাসে থাকা যাত্রীরা।

এ ঘটনার কয়েক সেকেন্ড পর উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।