র্যাব কর্মকর্তাদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা লজ্জাজনক : ড. মোশাররফ
বাংলাদেশের কিছু কর্মকর্তার বিরুদ্ধে সেই দেশে প্রবেশের নিষেজ্ঞাধা জারি করেছে। এটি অত্যন্ত লজ্জাজনক আমাদের জন্য।

প্রথম নিউজ, ঢাকা: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র্যাব কর্মকর্তাদের আমেরিকা প্রবেশের নিষেধাজ্ঞা জারি বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, গতকাল বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। আমরাও পালন করেছি। বিশ্ব মানবাধিকার দিবসে গণতান্ত্রিক দেশ আমেরিকা থেকে একটি ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান র্যাব সম্পর্কে এবং একটি নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশের কিছু কর্মকর্তার বিরুদ্ধে সেই দেশে প্রবেশের নিষেজ্ঞাধা জারি করেছে। এটি অত্যন্ত লজ্জাজনক আমাদের জন্য।
আজ শনিবার সকালে শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতার করবে ফুল দেওয়া হয়।
মোশাররফ বলেন, আমেরিকার গণতান্ত্রিক সম্মেলনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ, তারা মনে করে বাংলাদেশে গণতান্ত্রিক দেশ নয়। আমরা কিন্তু বারবার বলেছি, গত এক যুগ ধরে বাংলাদেশে গণতন্ত্রক গলা টিপে হত্যা করা হয়েছে। একটি দল গায়ের জোরে ক্ষমতা থাকার জন্য সারা বিশ্বে আমাদের ভাবমূর্তিকে ভুলণ্ঠিত করছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: