রাজধানীতে গণঅধিকার পরিষদের মৌন মিছিল

রোববার দুপুর সাড়ে ১২ টায় দলীয় কার্যালয়ের সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

রাজধানীতে গণঅধিকার পরিষদের মৌন মিছিল
রাজধানীতে গণঅধিকার পরিষদের মৌন মিছিল

প্রথম নিউজ, অনলাইন: পুলিশকে অবহিত করার পরেও কর্মসূচীতে বাধা, ব্যানার কেড়ে নেয়া ও হামলার প্রতিবাদে মৌন মিছিল করেছে গণঅধিকার পরিষদ। রোববার দুপুর সাড়ে ১২ টায় দলীয় কার্যালয়ের সংগঠনটি এ কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে পল্টন মোড় গেলে পুলিশ তাদের আটকে দেয়। সেখান থেকে পুলিশ সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধি দলকে পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যায়। প্রতিনিধিদের মধ্যে ছিলেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, হাসান আল মামুন, কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান,  ড. মালেক ফরাজী ও আবু হানিফ। এরপর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর নুরুল হক নুর একটি পত্র পেশ করেন।

পত্রে বলা হয়, গণঅধিকার পরিষদ দেশের সুস্থ ধারার গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি সংগ্রামী রাজনৈতিক দল। দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে আজ চরম কষ্ট। এজন্য জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা গত ১০ই ফেব্রুয়ারি বিদ্যুৎ, গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জেলায়-জেলায় বিক্ষোভ কর্মসূচি দিই। বিক্ষোভ কর্মসূচি সফল করতে প্রতি জেলার পুলিশ সুপারকেও চিঠি দেয়া হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: