যুবলীগের ‘ঝটিকা’ মিছিল, গ্রেপ্তার ৫

যুবলীগের ‘ঝটিকা’ মিছিল, গ্রেপ্তার ৫

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড় এলাকায় ১ মিনিট ১১ সেকেন্ডের ঝটিকা মিছিল করেছে যুবলীগ। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে আট থেকে দশজন এই মিছিল বের করেন। ঝটিকা মিছিলের একটি ভিডিও দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে মিছিলে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নগর পুলিশ কর্তৃপক্ষ।

নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কিছু ব্যক্তি মিছিল বের করেছেন। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- নগরে খাজা রোড কবীর আহমদ বাড়ির মো. জাকির হেসেনের ছেলে মো. দিদারুল আলম (৩৩), চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া থানাধীন হরিঘর কালু মিয়ার বাড়ির মৃত কালু মিয়ার ছেলে আরিছ উদ্দিন (২৫), নগরের চান্দগাঁও পশ্চিম মোহরা লেদু জমিদারের বাড়ির মো. ছালে জহুরের ছেলে মো. শাহেদ, নগরের বাকলিয়া রাহাত্তারপুল এলাকার মো. শফির ছেলে মোহাম্মদ জুয়েল এবং চান্দগাঁও এক কিলোমিটার এলাকার জাকির মাঝির ছেলে ছাত্রলীগ কর্মী সুমন ওরফে বান্ডিয়া।

ওসি আরও জানান, মিছিলে নেতৃত্বে দেওয়া মোহাম্মদ হানিফকে এখনো পর্যন্ত আটক করা যায়নি। হানিফসহ মিছিল থাকা সবাইকে আজকের মধ্যে আটক করার চেষ্টা চলছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, মিছিলের ব্যানারে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কথা উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম নগর যুবলীগ ‘নেতা’ মোহাম্মদ হানিফের নেতৃত্বে এই মিছিল বের করা হয়। মিছিলের সামনে পাঞ্জাবি পরা এক তরুণকে নেতৃত্ব দিতে দেখা যায়। তবে তিনি মোহাম্মদ হানিফ কি না, নিশ্চিত হওয়া যায়নি। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বয়সে তরুণ। তারা মিছিলে ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘রাজপথ ছাড়ি নাই,  শেখ হাসিনার ভয় নাই’ ¯স্লোগান দেন।