মুক্তির অনুমতি পেয়েছে ‘নূর’

অবশেষে কেটে গেল সব বাধা। চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘নূর’ সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে

 মুক্তির অনুমতি পেয়েছে ‘নূর’
 মুক্তির অনুমতি পেয়েছে ‘নূর’-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : অবশেষে কেটে গেল সব বাধা। চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘নূর’ সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করছেন সিনমোটির পরিচালক রায়হান রাফি। এই সিনেমার মাধ্যমে অভিনেতা আরিফিন শুভ দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।

‘নূর’ সিনেমাটির মুক্তির প্রসঙ্গে পরিচালক রাফি বলেন, নূর আমরা ৪ মাস আগেই সেন্সর পেয়েছি। এর আগে সেন্সর বোর্ড কিছু সংশোধন দিয়েছিলেন। আমরা তাদের কথার সম্মান জানিয়ে সবকিছু ঠিকঠাক করে ফের জমা দিলে সেন্সর বোর্ড আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে। ‘নূর’ মুক্তি নিয়ে আমাদের একটা প্ল্যান আছে সেই জন্য মুক্তি তারিখ চূড়ান্ত হওয়ার পর সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাব হবে।

এর আগে, চলতি বছরের জুলাই মাসে কারিগরি ত্রুটি থাকায় সিনেমাটির মুক্তির অনুমতি দেয়নি সেন্সর বোর্ডে। সেসময় নতুন করে সম্পাদনা ও সাউন্ড ডিজাইন করে নতুন করে বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

‘পোড়ামন ২’ খ্যাত নির্মাতা রায়হান রাফির ‘নূর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন অভিনেতা আরিফিন শুভ। আর সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom