মাকে নিয়ে হাজির আনন্দ খালেদ

প্রথম নউজ, ডেস্ক : কথায় আছে, ভালোবাসা সহজলভ্য তবে দুর্লভ। সেই বিরল প্রজাতির খাঁটি ভালোবাসার ঠিকানা কেবলমাত্র মায়ের আশ্রয়। নির্ভেজাল আর স্বার্থহীন সেই ভালোবাসায় মাকে দ্যুতিময় করেছেন অভিনেতা আনন্দ খালেদ। নিজে গেয়েছেন মাকে নিয়ে গান আর গানের দৃশ্যায়নে মায়ের ভূমিকায় যুক্ত করেছেন নিজের মাকেই। ব্যক্তিগত অনুভূতি থেকে এই গান হয়ে উঠবে সার্বজনীন, এমনটাই মনে করেন এ অভিনেতা। আজই আনন্দ শ্রোতা-দর্শকদের সামনে হাজির হবেন মাকে নিয়ে। গানটির শিরোনাম মাগো। এর কথা, সুর ও কণ্ঠ আনন্দ খালেদের।
সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। আর ভিডিও পরিচালনা করেছেন সোহেল রাজ। আনন্দ খালেদ বলেন, মাঝে মাঝে বুকে ব্যথা হয়। খুব কাছের কয়েকজন বন্ধু চলে গেছে ওপারে। তাই ভাবলাম আর দেরি না করে বলেই দেই
আমার জীবনের সত্য ভালোবাসার গল্পটা গানে গানে। শর্তহীন ভালোবাসা। যেই ভালোবাসা প্রতিদান চায় না, সেই নিঃস্বার্থ ভালোবাসা আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে। নিজের মাকে নিয়ে আমি মিউজিক ভিডিওটা শুট করেছি। কিন্তু আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত এই গানটা আমার ব্যক্তিগত গান থাকবে না। গানটি হয়ে উঠবে পৃথিবীর সব মায়ের শর্তহীন ভালোবাসার গান। সব মায়ের প্রতি গভীর শ্রদ্ধা অনেক। ধন্যবাদ ও কৃতজ্ঞতা ধ্রুব গুহ দাদাকে গানটির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করার জন্য। আর গানের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: