ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দুই মামলা: আটক ৮
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

প্রথম নিউজ ভোলা: ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে ভোলা মডেল থানায় এসআই মো. জসিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির নেতা-কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনসহ ১০ জন পুলিশ সদস্য মারাত্মক আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ভোলা মডেল থানায় এসআই জসিম বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ করে ও ২৫০/৩০০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন।
এছাড়া মো. আব্দুর রহিম মাতাব্বর নামে একজনকে হত্যার ঘটনায়ও ভোলা মডেল থানায় এসআই জসিম বাদী হয়ে ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে আরেকটি মামলা করেন বলে জানান এসপি। তিনি আরো জানান, এ পর্যন্ত আমরা অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা বিএনপির অফিসের সামনে প্রতিবাদ সভা করেন বিএনপির নেতা-কর্মীরা। সভা শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডে যাওয়ার সময় পুলিশ-বিএনপির সংঘর্ষ বাধে। এতে পুলিশের ১০ জন ও বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এছাড়াও এ ঘটনায় মো. আব্দুর রহিম নামে একজন নিহত হন।
এদিকে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। তবে আটকদের নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান জানান, পুলিশের হামলা ও গুলিতে আমাদের সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আব্দুর রহিম মাতাব্বর নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ভোলা, বরিশাল ও অশঙ্কাজনক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ আমাদের ৮ নেতাকর্মীকে আটক করেছে।
তিনি আরো জানান, আব্দুর রহিম মাতাব্বর নিহতের ঘটনায় কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বেলা সাড়ে ১১টায় ভোলাসহ সারাদেশে মহানগর এবং জেলা সদরে কালো ব্যাজ ধারণ এবং গায়েবি জানাজা অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভোলায় পৃথম কর্মসূচি গ্রহণ করবো। এদিকে বর্তমানে ভোলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews