ভালুকায় নদ-নদী উদ্ধার এবং রক্ষার দাবীতে বাপা’র মানববন্ধন-সমাবেশ
ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদীসহ সকল জলাশয় উদ্ধার ও রক্ষার দাবীতে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদীসহ সকল জলাশয় উদ্ধার ও রক্ষার দাবীতে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে ক্ষীরু নদী’র তীরে এ কর্মসুচী পালিত হয়।
ভালুকা বাপা’র সদস্য সচিব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে কর্মসুচীতে অংশ নিয়ে বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম,এ্যাপোলো ইন্সটিটিউটের অধ্যক্ষ এআরএম শামছুর রহমান লিটন, গাজীপুর কলেজ অধ্যক্ষ তারিকুল ইসলাম তারেক,
হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, আ’লীগ নেতা আক্তারুজ্জামান প্রিন্স, সাপ্তাহিক আলোর ছোঁয়া সম্পাদক খলিলুর রহমান। সমাবেশ সঞ্চালনা করেন সাংবাদিক আসাদুজ্জামান সুমন।
কর্মসুচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী,ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, হালিমুন্নেছা চৌধুরানর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গনমাধ্যম কর্মী ও সুধীজনেরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: