ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ১৫
এ সময় আরও তিনটি বগির জানালার কাচ ভেঙে যায়।

প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এ সময় আরও তিনটি বগির জানালার কাচ ভেঙে যায়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় এ ঘটনা ঘটে। স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর প্রভাতি ট্রেনটি নির্ধারিত সময়ে ভৈরব স্টেশনে এসে পৌঁছায়। এরপর কিশোরগঞ্জ অভিমুখে যাত্রা শুরুর আগে ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময় অতিরিক্ত গতির কারণে বগিতে ধাক্কা লাগে। এতে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন আহত হন। এ সময় আরও তিনটি বগির জানালার কাচ ভেঙে যায়।
এগারসিন্ধুর ট্রেনের এন্টেনটেন্ড সোহেল জানান, ট্রেনটি যখন ভৈরব স্টেশনে পৌঁছায় তখন ইঞ্জিন পরিবর্তনের সময় জোরে একটি শব্দ হয়। ভৈরব স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, ট্রেনটির ইঞ্জিন পাল্টানোর সময় ধাক্কা লেগে একটি বগি লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। তারা এসে ক্ষতিগ্রস্ত ট্রেনটি মেরামত করার পর পুনরায় এটিকে চালু করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews