ভোটবর্জনে লিফলেট সেনাবাহিনীর সদস্যদের দিলেন বিএনপি নেতা নিপুণ
আজ বুধবার দক্ষিণ কেরানীগঞ্জে সুবাড্ডায় জেলা পরিষদ মার্কেটে লিফলেট বিতরণ শেষে ফেরার পথে দেশপ্রেমিক সেনাবাহিনীকেও এই লিফলেট বিতরণ করেন তিনি।

প্রথম নিউজ, ঢাকা: আগামী ৭ জানুয়ারি ভোটবর্জনের আহ্বান সংক্রান্ত লিফলেট সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঝেও বিতরণ করেছেন বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আজ বুধবার দক্ষিণ কেরানীগঞ্জে সুবাড্ডায় জেলা পরিষদ মার্কেটে লিফলেট বিতরণ শেষে ফেরার পথে দেশপ্রেমিক সেনাবাহিনীকেও এই লিফলেট বিতরণ করেন তিনি। নির্বাচনকে ঘিরে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি’র সাথে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে আজ বুধবার মাঠে নামছে।
নিপুণ রায় চৌধুরী বলেন, একতরফা ভোটবর্জনে দেশের সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল মাঠে শান্তিপূর্ণ কর্মসূচি করছে। এরই অংশ হিসেবে আজ দক্ষিণ কেরানীগঞ্জের সুবাড্ডা জেলা পরিষদ মার্কেটে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে ভোটবর্জনে বিএনপির পক্ষ থেকে আমরা লিফলেট বিতরণ করি। সেখান থেকে ফেরার পথে কেরানীগঞ্জের খোলামোরা নরন্দীর মোড়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের বহনকারী গাড়িতেও আমরা লিফলেট বিতরণ করেছি।