বাংলাদেশের মানুষকে অবমূল্যায়ন করবেন না: সরাকরকে মির্জা ফখরুল

বাংলাদেশের মানুষকে অবমূল্যায়ন করবেন না: সরাকরকে মির্জা ফখরুল
প্রথম নিউজ, অনলাইন: করিডর নিয়ে দেশের মানুষের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখানে কিছু পণ্ডিত, অ্যাকাডেমিশিয়ান বসিয়ে যদি মনে করেন, ইমপোজ করে দিতে পারবেন কোনোকিছু,  যেটা মানুষের পক্ষে যাবে না- সেটা কোনো দিনই করতে পারবেন না। অনুরোধ করবো, দয়া করে বাংলাদেশর মানুষকে আন্ডারএস্টিমেট (অবমূল্যায়ন) করবেন না।  বৃহস্পতিবার (৮ মে) সুপ্রিম কোর্ট মিলোনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।   
মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের সাফল্য চাই। আমরাই তাকে বসিয়েছি। কিন্তু এমন কোনো কাজ করবেন না, যা জাতির বিরুদ্ধে যাবে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। এমন কোনো কাজ করবেন না, যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন এমন কাজ করছেন- মনে করছেন বাংলাদেশের মানুষ কিছুই জানে না। করিডর দেবেন, কারও সঙ্গে আলাপই করছেন না। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না। আপনি করিডর দিয়ে দিচ্ছেন আরাকানে। কথা বলছেন যে আরাকান আর্মির কোনো গভমেন্টই নেই। দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারএস্টিমেন্ট করবেন না। 
তিনি বলেন, যদি দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই দেব। মানবতাকে যদি সাহায্য করতে হয় করবো। কিন্তু দেশের জনগণকে নিয়ে সেটা করবেন। দলগুলোর সঙ্গে আলোচনা করে সেটা করবেন। 
ফখরুল বলেন, দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি বলেছেন, বর্ডারের পাশে যেই থাক তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। আপনি তার সঙ্গে আলোচনা করতে পারেন, আর দেশের মানুষের সঙ্গে আলোচনা করতে পারেন না? আলোচনা করেন। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা তো বাধা নয়, বরং সামনে এসে দাঁড়াবো। প্রাণ তো আমরাই দিই। লড়াই তো আমরাই করি। সেই জায়গায় অনুরোধ করবো, দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারএস্টিমেট করবেন না। 
তিনি বলেন, অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে চলছে দেশ। সবচেয়ে ভঙ্গুর অবস্থায় এখন বাংলাদেশ। গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আন্দোলন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। অল্প সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা যাবে কি না সন্দেহ রয়েছে। 
তিনি বলেন, সংস্কার করতে যদি ১০ বছর লাগে তাহলে কি ১০ বছর নির্বাচন হবে না। ফ্যাসিবাদী আমলারা এখন দেশ চালাচ্ছে। অনির্দিষ্ট ও অনিশ্চিত অন্তর্বর্তী সরকার দেশের কল্যাণে কোনো কাজে আসবে না