বিমানবালা বেশে নেচে গেয়ে জন্মদিন উদযাপন পরীমনির

প্রথম নিউজ, ডেস্ক : গতকাল ছিল আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন। প্রতি বছরের মতো এবারও জমকালো আয়োজনে এ দিনটি উদযাপন করলেন তিনি। গত বছর জন্মদিনের থিম করেছিলেন ময়ূর। আর এবারের জন্মদিনের আয়োজনের সাজসজ্জায় লাল-সাদা রং বিন্যাস রাখা হয়।
জন্মদিনের উদযাপন মঞ্চ বিমানের ককপিটের আদলে সাজানো হয়, যার রং হিসেবে ব্যবহার করা হয়েছে সাদা-লাল। লাল রঙের ইংরেজি বর্ণ মঞ্চের ওপরের লেখা ‘ফ্লাই উইথ পরীমনি’ অর্থাৎ ‘পরীমনির সঙ্গে ওড়ো’। বিপদের দিনের বন্ধুদেরই কেবল এবার ডেকেছেন 'স্বপ্নজাল' খ্যাত এই নায়িকা। সত্যি যেন উড়েছেন পরীমনি ও জন্মদিনের আমন্ত্রণে আসা অতিথিরা।
আলোচিত এই অভিনেত্রীর সঙ্গে কেক কেটে, নেচে-গেয়ে আনন্দ ভাগ করে নিয়েছেন তারা। রাতে ককপিটে পরীমনি আসেন বিমান বালার বেশে। মাথায় টুপি, টুপি থেকে বের হয়ে আসা ওড়না, লাল শার্ট আর সাদা রঙের লুঙ্গির মতো দেখতে যেটি সেটি কাছা দেয়ার ঢংয়ে বাঁধা। গত বছরের জন্মদিনে ময়ূর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়েছে। তখন পরীমনি বলেছিলেন আগামী বছর জন্মদিন হবে ককপিটে।
এবার সেই ককপিটে জন্মদিন পালনের মধ্যদিয়ে গত বছরের কথা রাখলেন তিনি। এর আগে দিনটিতে দুপুরে এতিমখানার শিশুদের সঙ্গে কেক কাটেন পরীমনি। কেকের সঙ্গে খাওয়া-দাওয়া ও তাদেরকে উপহারও দিয়েছেন তিনি। বর্তমানে পরী ব্যস্ত গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ এর শুটিংয়ে। এরপর 'প্রীতিলতা', 'বায়োপিক'সহ আরও বেশকিছু ছবির শুটিং শুরু করার কথা রয়েছে এই নায়িকার।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: