বন্ধুর প্রেমিকাকে তুলে আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
এ ঘটনায় আহত হয়ে প্রেমিক মঞ্জুরুল জোয়াদ্দার (২২) ও তার আরেক বন্ধু রাজু আহমেদ (২৩) মাগুরা ২৫৯ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রথম নিউজ,মাগুরা: বিয়ে ঠিক হয়ে গেছে বন্ধুর প্রেমিকার। সানাই বাজছে বিয়ে বাড়িতে। সেই খবর শুনে রাতের অন্ধকারে পাঁচজন গিয়েছিলেন মেয়েকে তুলে আনার জন্য। কিন্তু মেয়ের বাড়ির লোকজনের কাছে মারধর খেয়ে গুরুতর আহত হয়ে প্রাণ দিতে হলো রাসেল (২২) নামে এক তরুণকে।
এ ঘটনায় আহত হয়ে প্রেমিক মঞ্জুরুল জোয়াদ্দার (২২) ও তার আরেক বন্ধু রাজু আহমেদ (২৩) মাগুরা ২৫৯ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাসেল মাগুরার শ্রীপুর উপজেলার তিন নম্বর শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামের দলিল শেখের ছেলে।
রাসেলের বন্ধু মঞ্জুরুল সরদার বলেন, দীর্ঘ দিন ধরে পার্শ্ববর্তী ছোনগাছা গ্রামের একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার (১৪ জুন) মেয়েটি তার এক বন্ধুর মাধ্যমে খবর দেয়, তার পরিবারের লোকজন তাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে। এ খবর জানার পর আমরা মঙ্গলবার সন্ধ্যার পরে পাঁচ বন্ধু দুই মোটরসাইকেল যোগে মেয়েটির বাড়িতে তার সঙ্গে দেখা করার জন্য।
এ সময় কিছু বুঝে উঠার আগেই মেয়ের পক্ষের লোকজন লাঠিসোটা দিয়ে আমাদের মারপিট করে। এতে আমিসহ মোট তিনজন গুরুতর আহত হই। পরে কোনো মতে আমরা সেখান থেকে পালিয়ে আসি। প্রথমে আমাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাসেলের অবস্থা খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
রাসুলের মৃত্যুর খবর নিশ্চিত করে তার চাচাতো ভাই ওমর শেখ বলেন, আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। তিনি বলেন, আমার ভাই রাসেলের মাথায় গুরুতর জখম হয়েছিল।
ঘটনার বিষয়ে মেয়ের বাবা জানান, দীর্ঘ দিন ধরে মঞ্জুরুল তার মেয়েকে ইভটিজিং করে আসছিল। স্কুলে যাওয়ার সময় সে প্রায়ই মেয়ের গতিরোধ করে প্রেমের প্রস্তাব দিত। এজন্য বেশ কিছু দিন তার স্কুলে যাওয়া বন্ধ ছিল। আমরা গরিব মানুষ, তাই মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। একথা কোনোভাবে জানতে পেরে মঞ্জুরুল দলবল নিয়ে আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। রাত হওয়ায় কে বা কারা তাদের মেরেছে সেটা আমরা বলতে পারব না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন সরকার বলেন, প্রেমঘটিত বিষয়ে মারামারির কারণে একজনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews