বৃটেনে কয়েক সপ্তাহেই ডেল্টাকে ছাপিয়ে যাবে ওমিক্রন
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বৃটেনে কোভিডের সবথেকে প্রভাবশালী ভ্যারিয়েন্টে পরিণত হবে ওমিক্রন।

প্রথম নিউজ, ডেস্ক: আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বৃটেনে কোভিডের সবথেকে প্রভাবশালী ভ্যারিয়েন্টে পরিণত হবে ওমিক্রন। ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ প্রফেসর পল হান্টার এমন আশঙ্কার কথা জানিয়েছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে বৃটেনের সবথেকে প্রভাব বিস্তারকারী ভ্যারিয়েন্ট হচ্ছে ডেল্টা, তবে কয়েক সপ্তাহের মধ্যেই ওমিক্রন এটিকে ছাড়িয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার উদাহরণ দিয়ে হান্টার বলেন, ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে বৃটেনে এটি কীভাবে ছড়াবে তা এখনো বুঝা যাচ্ছে না।
কেউ বুঝে ওঠার আগেই ডেল্টাকে ছাপিয়ে যেতে পারে ওমিক্রন। এ জন্য হয়তো কয়েক সপ্তাহ বা মাস সময় লাগবে। এখন আসল প্রশ্ন হচ্ছে, এই ভ্যারিয়েন্ট আসলে শরীরের জন্য কতখানি ঝুকিপূর্ণ। হান্টার মনে করেন, বৃটেনে এরইমধ্যে সহস্রাধিক মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। যদিও বৃটিশ হেলথ সিকিউরিটি এজেন্সি এখন পর্যন্ত ২৪৬ জনের মধ্যে ওমিক্রন শনাক্ত করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: