ফেসবুক লাইভে মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বুধবার দুপুরে ভারতের উত্তরপ্রদেশের বালিল্লায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ফেসবুক লাইভে মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
ফেসবুক লাইভে মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

প্রথম নিউজ, ডেস্ক : ফেসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে এক অস্ত্র ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে ভারতের উত্তরপ্রদেশের বালিল্লায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যার পেছনে কী কারণ রয়েছে, তাও ফেসবুক লাইভে জানিয়েছেন এ ব্যবসায়ী। এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে বিচার চেয়েছেন। তার পরিবারের দেখভাল করতেও তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ওই ব্যবসায়ী।

এদিকে ফেসবুক লাইভে এমন মৃত্যু দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির পর তাকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। কিন্তু ডাক্তাররা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। বালিল্লা আর্মস করপোরেশনের মালিক নন্দলাল গুপ্তার মৃত্যুর পর এএসপি দুর্গা প্রাসাদ তিওয়ারি, সিও সিটি জিতেন্দ্র কুমার, কোতওয়াল রাজিব সিংহ হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে তদন্ত করেন।

নন্দলালের অভিযোগ ছিল— ঋণ পরিশোধের পরও কিছু ব্যক্তি তাকে হয়রানি করছিলেন। এর পর মোদি ও যোগী আদিত্যনাথের সাহায্য চেয়ে মন্দিরের ভেতর মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন নন্দলাল।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: