প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার

প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার
এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান

প্রথম নিউজ, ঢাকা: প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি বলেন, গ্রেফতারের পর গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ। রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলেও জানান গুলশান জোনের এ কর্মকর্তা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom