পূজা ঘিরে মন্ডপে মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: ডিএমপি কমিশনার
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীসহ দেশজুড়ে দূর্গাপূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। এসময় যেকোনো দূর্ঘটনা মোকাবিলা করতে পুলিশের বিশেষ অভিযানের মহড়া দেন ডিএমপির বিভিন্ন ইউনিট সদস্যরা।